ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল নুর বলেছেন, মিথ্যা মামলা আইনগত নয়, রাজপথেই মোকাবিলা করা হবে।
মামলার বিষয়ে জানতে চাইলে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, আমরা স্বৈরাচার সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি বলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
কাজেই এসব মামলায় আমরা আদালতে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবো না। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা রাজপথেই মোকাবিলা করবো।
ভিপি নুর বলেন, এর আগেও আমার নামে চুরির মামলা, ধ’র্মীয় উস্কানি দেয়ার প্রহসনমূলক মামলা হয়েছে। আর এমন রাজনৈতিক মামলা এই সরকারের আমলে অনেক প্রতিবাদী মানুষের বি’রুদ্ধে হয়েছে। কাজেই আমরা মামলায় বিচলিত নই। রাজনৈতিক মামলা রাজপথেই মোকাবিলা হবে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00