প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি। ভক্তদের হাহাকার ছিল বেশ। তবে আইপিএলে দিল্লির দ্বিতীয় ম্যাচেই দলে ফিরলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। মাঠে নেমেই বল হাতে নিয়েছেন এক উইকেট।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপ্টেন রিশাভ পান্থ। প্রথম ওভারেই তিনি বল তুলে দেন মোস্তাফিজকে।
তৃতীয় বলেই মোস্তাফিজ ফেরান গুজরাটের অজি ওপেনার ম্যাথু ওয়েডকে। ২ বলে এক রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। প্রথম ওভারে মোস্তাফিজ দেন সাত রান। পান এক উইকেট।
মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসর শুরুর ম্যাচ থেকে একাদশে একটিই পরিবর্তন এনেছে দিল্লি। কমলেশ নাগরকটির জায়গায় খেলছেন মোস্তাফিজ।
এবার আইপিএলের নিলামে ভিত্তিমূল্যে ২ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় দিল্লি। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচ খেলে তিনি ১৪ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি প্রায় সাড়ে ৮ করে রান দিয়ে।
2022-04-02 05:22:11
2022-04-02 05:22:11