মঙ্গলগ্রহে প্রথমবারের মত মহাকাশ যান পাঠালো চীন

মানুষবিহীন চীনের একটি মহাকাশযান মঙ্গলগ্রহের উদ্দেশ্যে এক বছরের যাত্রায় রওয়ানা হয়েছে। বৃহস্পতিবার ওই মহাকাশ যানটি রওনা হয়। এখন পর্যন্ত এটিই চীনের সবচেয়ে উচ্চাকাঙ্খী মহাকাশ মিশন। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এস তথ্য জানানো হয়েছে।

ওই মহাকাশ যানটির নাম তিয়ানওয়েন ওয়ান। বৃহস্পতিবার যানটি চীনের দক্ষিণের হায়নান দ্বীপ থেকে ওয়েনচাং নভোযান উৎক্ষেপণ কেন্দ্র ছেড়ে যায়। তখন সমুদ্র তীরে দাঁড়ানো শত শত লোক করতালি দিয়ে এই উৎক্ষেপণে আনন্দ প্রকাশ করে।

তিয়ানওয়েন শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় প্রশ্ন বা স্বর্গের কাছে প্রশ্ন।এই মহাকাশ যানটি ফেব্রুয়ারি মাস নাগাদ মঙ্গলগ্রহে পৌঁছুবে বলে মনে করা যাচ্ছে।

তিয়ানওয়েন ওয়ান মঙ্গলগ্রহে অবতরণ করতে সক্ষম হয় তবে চীন হবে বিশ্বে দ্বিতীয় দেশ যাদের মহাকাশযান মঙ্গলগ্রহে অবতরণ করবে। এর আগে ১৯৭৬ সালের পর যুক্তরাষ্ট্রের মহাকাশ যান আট দফা মঙ্গলগ্রহে অবতরণ করে।

2021-05-04 17:50:02

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *