ভয়াবহ দূষণে কারণে দিল্লি ছাড়লেন সোনিয়া গান্ধী

ধুলো আর ধোঁয়ায় ভয়াবহ দূষণের শিকার ভারতের রাজধানী দিল্লি ছাড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার অসুস্থতা বাড়তে পারে- এমন আশঙ্কায় চিকিৎসকেরা তাঁকে আপাতত দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই গোয়া চলে গেলেন সোনিয়া।

চিকিৎসকদের আশঙ্কা, ধোঁয়াশা এবং দূষিত বাতাসের কারণে সনিয়ার বুকে ফের সংক্রমণ ছড়াতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট। তাই করোনা আবহে কোনো ঝুঁকি না নেয়ার কথা বলেছেন তারা।

প্রসঙ্গত, চলতি বছরে দুবার এমন সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কংগ্রেস নেত্রীকে। প্রথম বার ফেব্রুয়ারির গোড়ায়।

দ্বিতীয় বার জুলাই মাসের শেষ পর্বে। অসুস্থতার কারণে ১৪-২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশনেও যোগ দেননি তিনি। চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন। এখনও তাঁর চিকিৎসা চলছে এবং নিয়মিত মেডিকেল চেকআপ করাতে হচ্ছে।

2021-05-04 19:32:28

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *