ভিক্টোরিয়ার সর্বনিম্ন কোভিড-১৯ আক্রান্তের রেকর্ড

মুনা মোস্তাফাঃ স্টেজ ফোর লকডাউনের সময় চলাকালে গত ১৮ই জুলাইয়ের পরে ভিকটোরিয়া বর্তমানে ২২২ টি কোভিড ১৯ পজিটিভ কেস ও ১৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এটি জুলাইয়ের ১৭ তারিখের পরে সর্বনিম্ন আক্রান্তের খবর।

প্রিমিয়ার ড্যানিয়েল এ্যান্ড্রু বলেন “আশাবাদী হবার মত খবর”। কিন্তু সবাইকে সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দেন তিনি। ২৫ জন মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পরে সোমবার ন্যাশনাল ডেডলাইন এর সর্তমূলক পদক্ষেপ অব্যাহত ছিলো। গত পাঁচ দিনে ভিকটোরিয়া ৩০৩, ৩৭২, ২৭৮, ৪১০, ২৮২টি পজিটিভ কেস রেকর্ড করে।

2021-05-04 21:13:17

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *