ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীরে বিরুদ্ধে মানহানীর মামলা করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন এক ব্যক্তি। মামলায় আরো আসামী করা হয়েছে, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিম।
মামলার অভিযোগে বলা হয় ভাস্কর্য ভেঙে ফেলার নামে দেশকে পাকিস্তান বানানোর পরিকল্পনা করে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করতে চায় একটি মৌলবাদী চক্র। তাই মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00