ভাসানচরে জাতিসংঘের দুই সংস্থার প্রতিনিধি দল

মানবিক সহায়তা শুরুর অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের দেখতে গেছে জাতিসংঘের দুই সংস্থার ২১ সদস্যের একটি যৌথ প্রতিনিধি দল। 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মকর্তারা রয়েছেন এই দলে। 
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার শাহ মো. রেজোয়ান হায়াত জানান, সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে নৌবাহিনীর জাহাজে করে তারা ভাসানচরে যান। 
তিনি বলেন, ভাসানচরে কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে জাতিসংঘের টিমটি সেখানে গেল। সেখানে তারা কয়েকদিন অবস্থান করবেন। 
জাতিসংঘ শুরুতে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তরের বিরোধিতা করলেও সেই অবস্থান বদলে সম্প্রতি ভাসানচরে শরণার্থীদের জন্য কাজ শুরু করতে সম্মত হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে গত ৯ অক্টোবর আনুষ্ঠানিক চুক্তিও করে ইউএনএইচসিআর। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেছিলেন, জাতিসংঘের সংস্থাসমূহের মাধ্যমে কক্সবাজারের মত ভাসানচরেও মানবিক সহায়তা পরিচালিত হবে। বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে এখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। 
ভাসানচরে বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে রোহিঙ্গা নাগরিকদের জন্য খাদ্য ও পুষ্টি, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, চিকিৎসা, অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবিকার ব্যবস্থা করা হবে। সরকার যে কাজটি এতদিন কাই করে আসছিল। 
ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা এবং জাতিসংঘ, সহযোগী সংস্থা ও দে-বিদেশি এনজিওকর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখবে বাংলাদেশ সরকার।

2022-04-09 16:39:27

2022-04-09 06:39:27

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *