বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বেগম জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন৷
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, ‘‘আমি গতকাল হসপিটালে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম৷ আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন৷ আপনারা সকলে দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন৷’’
টানা কয়েকদিন জ্বর অনুভব করায় গত ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে৷ সেখানে ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়৷
সে সময় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শরীরে ছোট আকারের একটি ‘লাম্প’ তৈরি হওয়ায় বায়োপসি করা হয়েছে৷ সেই পরীক্ষার প্রতিবেদন দেখে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে৷ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে৷
2022-04-09 16:39:27
2022-04-09 06:39:27