ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলামী বিশ্বাস অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইসলামের বাণীই প্রচার করে গেছেন।
যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।
সময়ের পরিবর্তনে ভারতে ক্ষমতায় যে সরকারই বসেছে, পরিকল্পিতভাবে মুসলমানদেরকে শিক্ষা থেকে দূরে রেখেছে। নির্যাতন করেছেন। ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি এ মন্তব্য করেছেন।
জমিয়তের পক্ষ থেকে ২০২১-২২ সালের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণাকালে তিনি বলেন, ভারতের ক্ষমতাসীনদের অন্যতম টার্গেট থাকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা থেকে দূরে রেখে তাদেরকে আজীবন সমাজের পিছিয়ে পড়াদের শ্রেণিভুক্ত করে রাখা।
2021-05-04 19:47:52
2021-01-20 02:28:29