মসজিদে মাইকে আজান বন্ধের দাবি জানিয়েছে বিজেপি। ভারতের ক্ষমতাসীন এই দলটির মুম্বাই ইউনিটের সভাপতি মঙ্গল প্রভাত লোদা ও আইনপ্রণেতা অতুল ভাটখালকার পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডের কাছে তাদের দাবি বাস্তবায়নে জোরারোপ করেছে।
তারা উল্লেখ করেন যে, মুম্বাই পুলিশ শব্দ দূষণ নিয়ন্ত্রণে একটি বিশাল অভিযান শুরু করেছে। তাই আজানের জন্য লাউডস্পিকার ব্যবহারে যে শব্দ দূষণ হচ্ছে তা নিষিদ্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়া উচিত।
বিজেপির এমন দাবি পরিপ্রেক্ষিতে সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেন, সাম্প্রতিক অতীতে, আমি দেখেছি রাজনীতিবিদরা অ-উন্নয়ন ইস্যুতে প্রচুর মন্তব্য করছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে একটি সন্ধিক্ষণে যখন আশা করা হয় যে লোকেরা উন্নয়নের জন্য সময় দেবে, তারা এমন বিষয়গুলো গ্রহণ করছে যা উন্নয়নের সঙ্গে যুক্ত নয়।
অজিত পাওয়ার বলেন, কোন ইস্যু নিয়ে আলোচনা করা উচিত তা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। তবে রাজ্য সরকার এই বিষয়ে কেবল বোম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্ধারিত নির্দেশিকা এবং আদেশগুলো মেনে চলবে।
2022-04-09 16:40:56
2022-04-09 06:40:56