আগামী মাসের শুরুর দিকে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর এই সিরিজে এক ধরনের বিশেষ জার্সি গায়ে মাঠে নামবেন অজিরা।
যে জার্সির বিশেষ বৈশিষ্ট্য হলো সেখানে ক্রীড়াঙ্গন আদিবাসী অস্ট্রেলিয়ানদের ভূমিকাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ সেই জার্সিকে আখ্যা দেওয়া হচ্ছে আদিবাসী জার্সি নামে। নতুন নকশা করা এই জার্সি উন্মোচন করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে অজিদের কিট সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাসিকস এবং দুই আদিবাসী নারী আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হ্যাগেনের সমন্বিত প্রচেষ্টায়। আন্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হ্যাগেন ১৮৬৮ সালে প্রথম ক্রীড়াদল হিসেবে ইংল্যান্ডে যাওয়া আদিবাসী ক্রিকেটারদের একজন গ্রনগারং এর বংশধর।
১৮৬৮ সালে, আদিবাসী ক্রিকেটারদের একটি দল তিন মাসের যাত্রা শুরু করে যুক্তরাজ্যে ৪৭ টি ম্যাচ খেলে। এই জার্সিতে ক্রিকেট অস্ট্রেলিয়া সেই দলের প্রথম বিদেশের কাহিনী অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ক্লার্ক প্রয়াত ক্রিকেটার মসকুইটো কৌজেকনসের (গ্রনগারং নামে পরিচিত) সরাসরি বংশধর। অস্ট্রেলিয়া থেকে বিদেশে খেলতে যাওয়া প্রথম ক্রীড়া দলের অংশ হিসেবে ১৮৬৮ সালে ইংল্যান্ডে যাওয়া আদিবাসী খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।
এই জার্সির নকশা পূর্বপুরুষ এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের আদিবাসী ক্রিকেটারদের গতিপথ তুলে ধরেছে। জার্সিতে আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন প্রতীক চিহ্ন ও তাদের জীবন যাপনের বিভিন্ন চিত্র, সেই সাথে হাজার বছর ধরে মানুষের সংগ্রামের কথা থিম আকারে তুরে ধরা হয়েছে।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে প্রথমবার আদিবাসী জার্সি পরেছিলেন অস্ট্রেলিয়ার নারী দলের ক্রিকেটাররা।
পুরুষ দলের আদিবাসী জার্সির উন্মোচন করেছেন অস্ট্রেলিয়ার প্রধান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তিনি বলেছেন, পুরুষ দলের পক্ষে আমাদের প্রথম আদিবাসী জার্সি পরার সুযোগ পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর।
উল্লেখ্য, ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে ২৭ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ৪ ডিসেম্বর মানুকা ওভালে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, সেখানেই নতুন জার্সিতে দেখা যাবে অজিদের।
2021-05-04 20:32:15
0000-00-00 00:00:00