ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ডেভিড ওয়ার্নার নামতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত

অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে পর্যুদস্ত করে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে ওপেনিংয়ে ফেরার কথা ছিল ডেভিড ওয়ার্নারের। কিন্তু তাঁর চোট এখনো পুরোপুরি সারেনি। বক্সিং ডে টেস্টে তিনি নামতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত।

সিডনিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সীমানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সেই কারণে তড়িঘড়ি ওয়ার্নারকে উড়িয়ে নিয়ে আসা হয় মেলবোর্নে। তবে চোট এখনো পুরোপুরি সারেনি বলেই জানা গিয়েছে। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান ওয়ার্নার। রানিং বিটুইন দ্য উইকেটস নিয়ে এখনো সমস্যা রয়েছে তাঁর।

ওয়ার্নার না থাকায় দ্বিতীয় টেস্টেও ওপেন করতে দেখা যেতে পারে ম্যাথু ওয়েড এবং জো বার্নসকে। উইল পুকোভস্কিও এখনো সুস্থ নন। বার্নস ফর্মে নেই, ওয়েড ওপেনার নন। এমন অবস্থায় গোলাপি বলের টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন দুজনেই।

দ্বিতীয় ইনিংসে যদিও ৭০ রানের পার্টনারশিপ গড়েন ওয়েড-বার্নস। ৩৬ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়া আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার। ওপেনিং জুটিতেও রান পেয়ে গিয়েছে তাঁরা। এখন দেখার দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ শামিবিহীন ভারতীয় বোলিং আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার এই ওপেনিং জুটি প্রতিরোধ গড়তে পারে কিনা।

2021-03-04 07:25:15

2021-03-03 20:25:15

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *