ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আগামী নভেম্বরে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

গুরুত্বপূর্ণ এই সিরিজে রয়েছে তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট ম্যাচ। নিজেদের ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছে ১৮ জন ক্রিকেটার।

দীর্ঘ বিরতির পরে অস্ট্রেলিয়া দলে আবারো সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ময়জেজ হেনরিকস। প্রায় ৩ বছর ১০ মাস আগে সর্বশেষ অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে ভালো করেই আবারো জাতীয় দলে ফিরেছেন।

অপরদিকে, অস্ট্রেলিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন দুই নতুন মুখও। ক্যামেরন গ্রীন ও ড্যানিয়েল স্যামস- দুইজনেই অলরাউন্ডার এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে তারা দুইজনেই ডাক পেয়েছেন।

২১ বছর বয়সী গ্রীন ও ২৮ বছর বয়সী স্যামসের ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি অভিজ্ঞতা নেই। তবুও প্রতিভা ও মেধা দিয়েই তারা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শেন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রীন, জস হ্যাজলউড, ময়জেজ হেনরিকস, মারনাম লাবুনাশে, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *