ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক রোহিত

বিশ্বকাপ শুরুর আগেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। এরপর নতুন অধিনায়ক রোহিত শর্মার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠেও নেমেছে ভারত। এবার ওয়ানডে অধিনায়কত্বও ছেড়েছেন কোহলি। এই ফরম্যাটেও নতুন অধিনায়ক রোহিত শর্মা। 
টিকে গেছেন দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা আজিঙ্কা রাহানে। যদিও একাদশে সুযোগ পেতে বেশ কষ্টই করতে হবে তাকে। হনুমা বিহারী, শ্রেয়াস আয়ার, সুরইয়া কুমার ইয়াদবরা আছেন দলে। অভিষেকেই আলো ছড়িয়েছেন আয়ার, বিহারীও দক্ষিণ আফ্রিকায় রান পেয়েছেন ‘এ’ দলের হয়ে। 
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে ছিটকে গেছেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। তাতে সুযোগ মিলেছে জায়ান্ত ইয়াদবের। কিউই সিরিজে বিশ্রামে থাকা মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহকে ফেরানো হয়েছে প্রোটিয়া সিরিজে। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, জয়ন্ত ইয়াদব, ইশান্ত শার্মা, মোহম্মদ শামি, উমেশ ইয়াদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।

2022-04-09 16:37:13

2022-04-09 06:37:13

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *