ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে নেপাল

ক্রমশই ভারতের সঙ্গে নেপালের উত্তেজনা বাড়ছে। প্রতিবেশী দেশটি যেন বিশ্বের অন্যতম শক্তিধর ভারতকে পাত্তাই দিচ্ছে না। উল্টো সংঘাতের পথে হাঁটছে নেপাল সরকার।

উত্তরাখণ্ড থেকে বিহার সবখানেই অবরোধের দেয়াল তৈরি করছে হিমালয়ের দেশ। এবার বড় এক সিদ্ধান্তই নিল নেপাল। দেশে সকল ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে তারা।

নেপাল সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে, এমন অভিযোগ করা হয়েছে নেপাল সরকারের পক্ষ থেকে। যেখানে বলা হচ্ছে, ভারতীয় সংবাদমাধ্যম একতরফাভাবে নেপাল প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর করে যাচ্ছে।

এদিকে করোনা ভাইরাসের মাঝেই চীনের সঙ্গে ভারতের সংঘাত শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে একইসঙ্গে নেপালও ভারতকে ছাড় দিচ্ছে না। সম্প্রতি নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে।

আর এমন ঘটনার পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক খারাপ হতে শুরু করে। পরে খোদ নেপালে নিজের দলেরই বিরোধের মুখে পড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। আর এই খবরগুলো সামনে আসার পরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিয়ে এমন সিদ্ধান্ত নিল নেপাল সরকার।

2021-05-04 16:07:47

2021-05-04 23:07:47

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *