২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশীপের আসরে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সে আসরেই প্রথম এবং শেষবারের মতো টুর্নামেন্ট’টি তে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ।
এরপর সাফে আর ভারতকে হারানো হয়নি বাংলাদেশের। আগামীকাল সাফের ১৩ তম আসরে বাংলাদেশের প্রতিপক্ষ এইবারের সাফের হট ফেভারিট ভারত।
ফিফা র্যাঙ্কিং, শক্তি-সামর্থ্য, ইতিহাস-পরিসংখ্যান সবখানেই ভারত এগিয়ে থাকলেও ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়কের কন্ঠে শুনা গেলো ভারতকে ছাড় না দেওয়ার হুংকার।
বাংলাদেশ অধিনায়ক বলেন “এটা নতুন ম্যাচ। নতুন চ্যালেঞ্জ। যখনই আপনি প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন, আপনিও চাইবেন মাঝমাঠে তাদের হারাতে। দেখাতে চাইবেন প্রতিপক্ষের চেয়ে আপনি ভালো। আমাদেরও একই চেষ্টা থাকবে আগামীকাল। আমিও দেখাতে চাইব যাদের বিপক্ষে খেলছি, তাদের চেয়ে আমি ভালো। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এবং আমি বিশ্বাস করি, যার বিপক্ষে খেলব, তাকে পরাস্ত করতে পারব। এজন্য শতভাগ দেব আমি।’’
শ্রীলংকার বিপক্ষে পেনাল্টি’কে ভারতের কোচ হাস্যকর বললেও তার কথায় কান দিতে রাজি না জামাল।
এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন “তিনি (ইস্তিমাচ) ভারত নিয়ে বলতে পারেন, বাংলাদেশ নিয়ে বলতে পারেন….কিন্তু আমরা তার কথায় কান দিচ্ছি না। আমরা জানি এটা মাইন্ড গেমস। তাই তিনি যাই বলুন না কেন, আমরা কানে তুলছি না। আমাদের এক দল ভালো খেলোয়াড় আছে এবং আমরা জানি কোচ আমাদের কাছে কী চান। কোচ যেটা বলেছেন, সেটা যদি নিখুঁতভাবে করতে পারি, আমার বিশ্বাস আগামীকাল দারুণ একটা লড়াই হবে এবং আমরা দারুণ কিছু একটা করব’’
2022-04-09 16:40:21
2022-04-09 06:40:21