বড় পঁচন

কিছু মানুষের মধ্যে সম্প্রতি গোলামীর মনোভাব জেঁকে বসেছে। সাথে দলান্ধতা, ধর্মান্ধতা মিলে সমাজে পঁচন ধরিয়ে দিচ্ছে। বড় হতাশার এ পঁচন। একটা শিক্ষিত শ্রেণীর মধ্যে এ মনোভাব আরো বেশি হতাশার।

এ পঁচন যেন পুরা মানুষিকতায়। এ পঁচনে বাস্তবতা ভুলে অনেকেই দলান্ধতায় ডুবে যাচ্ছে। উন্নয়নের সব ক্রেডিট প্রধান নেতার। এমনকি খেলায় জিতলেও ক্রেডিট খেলোয়াড়/দলের চেয়ে প্রধান নেতার বেশি। অথচ প্রধান নেতার নিয়োগকৃত, নিয়ন্ত্রিত নেতা/কর্মকর্তাদের ব্যার্থতা, লাগামহীন দুর্নীতির জন্য প্রধান নেতার ক্রেডিটের বিন্দুমাত্র হেরফের নাই।

দলের  বড় নেতার পদ আঁকড়ে ভয়ে দেশ ছেড়ে বিদেশে স্বর্গসুখ…. তবুও দেশের বড় ত্রাণ কর্তা, বড় দেশ নায়ক, বড় দেশপ্রেমিক…

কেউবা আবার আত্ম স্বার্থে ধর্মকেও রেহাই দিচ্ছে না। রাজনীতি আর ধর্ম মিশিয়ে তালগোল পাকিয়ে একাকার। এ যেন জল যত ঘোলা তত সুবিধা। যে যত গোল পাকাতে পারে সে তত বড় নেতা/হুজুর/পীর/ভগবান/ দরবেশ/ দয়াল বাবা …

বড় দুর্নীতিবাজ, সন্ত্রাসীর শাস্তির ব্যবস্থা হচ্ছে বদলি। ওপেন সিক্রেট; অপ্রিয় হলে ও সত্য, পদে নিয়োগের ক্ষেত্রে পদভেদে যেমন রয়েছে তেলের ব্যবহার,বড় সম্মানীর ব্যাপার, তেমনি রয়েছে স্থান ভেদে বদলির ক্ষেত্রেও। তেল মেরে, সম্মানী নামক ঘুষ দিয়ে পাওয়া বিশেষ স্থানটি অপকর্ম প্রকাশে হাতছাড়া হওয়া শাস্তিই বটে। কিছুদিন ঘাপটি মেরে হৈ চৈ থেমে থেমে গেলে আবার সক্রিয় হয়ে ক্ষতি পুষিয়ে নেয়।

কারো বিতর্ক; বড় নেতাদের সাথে দেখা করা, অনুদান পাওয়া…. এসব নিয়ন্ত্রিত হয় কিছু সেলেক্টিভ নেতাদের দ্বারা। ফিল্টারিং এর দয়িত্ব নাকি ঐ সব নেতাদের। তাই বড় নেতার কি দোষ ?

তাতো বুঝলামl কিন্তু ফিল্টারের কোয়ালিটি/ছিদ্র সব ঠিক আছে কি না ; তার মনিটরিং ও দক্ষ, সঠিক নেতৃত্বের অংশ l ফিল্টার নেতাদের কোনো জবাব দিহিতার বালাই আছে কি ?

দুর্নীতি, স্বৈরতান্ত্রিকতা, স্বজনপ্রীতি চোখে আঙ্গুল দিয়ে দেখায়ে দিলে কিছু দলান্ধ যুক্তি দেখায়; অমুক দল ক্ষমতায় থেকে অমুক করেছে, তমুক দল তমুক করেছে… ভাব যেন এক দল অন্যায় করলো তো অন্য দলের জন্য অন্যায় করা হালাল হয়ে গেল। কি ন্যাক্কার জনক নির্বুদ্ধিতা !

একটা দেশের:

জনতা যত মূর্খ, নেতা/কর্মকর্তা তত (অপ)শক্তিশালী।

জনতা যত সচেতন, নেতা/কর্মকর্তা তত কর্মঠ।

জনতা যত প্রতিবাদী , নেতা/কর্মকর্তা তত হুশিয়ার।

জনতা যত নিঃচুপ , নেতা/কর্মকর্তা তত দুর্নীতিবাজ…

Mohin Arham

Executive Editor

executive.editor@abnews.com.au

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *