করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দু’দিন আগে করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। তার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক আছে।
চলতি বছরের ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। পরে ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। আর গত বুধবার বিকেলে নেন দ্বিতীয় ডোজ।
2021-09-01 18:31:25
2021-09-01 08:31:25