বুক চিতিয়ে লড়াইটা করেছিল বুরুশিয়া ডর্টমুন্ড। চোখে চোখ রেখে বায়ার্নের বিপক্ষে লড়ে যায় তারা। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেনি জার্মান দৈত্যদের সঙ্গে। ৩-২ গোলে ম্যাচটি হেরে যায় বুরুশিয়া। জার্মান সুপার কাপের এই জয়ের মধ্যদিয়ে মৌসুমে ৫ম শিরোপা ঘরে তুলল বায়ার্ন।
গত মৌসুমে জার্মান বুন্দেশলীগা শিরোপা জয়ের পর জার্মান কাপের শিরোপাও জিতেছিল বায়ার্ন। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা সুপারকাপও জিতে তারা। চারটি শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়ে গতরাতে জার্মান সুপার কাপের ফাইনালে মাঠে নামে দলটি এবং সেখানে বুরুশিয়াকে হারিয়ে পঞ্চম শিরোপাটি ঘরে তুলে।
তুলিসোর গোলে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন থমাস মুলার। তবে ৩৯ মিনিটে জুলিয়ান বার্নডট একটি গোল পরিশোধ করে খেলায় টিকিয়ে রাখে বুরুশিয়াকে।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে হল্যান্ড দ্বিতীয় গোলটিও পরিশোধ করে। খেলায় তখন ২-২ গোলের সমতা। ম্যাচেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত চাপ সামলাতে ব্যর্থ হয় বুরুশিয়া। আর ৮২ মিনিটে কিমিচের গোলে ম্যাচটি নিজেদের করে নেয় বায়ার্ন মিউনিখ।
2021-05-04 21:25:07
0000-00-00 00:00:00