বিশ্বে করোনায় ৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ২০১ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন। 
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন। 
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ১১২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪৫৮ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৬৬০ জন। 
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৮৭ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন। 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

2022-04-09 16:39:27

2022-04-09 06:39:27

Published
Categorized as 27

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *