বিশ্বে করোনায় ২০ লাখ ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৪৯ লাখ ছাড়িয়ে গেছে। আর এ ভাইরাসে সংক্রমিত হয়ে ২০ লাখ ২৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, আজ রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৮৬৬ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২০ লাখ ২৯ হাজার ৬৪৮ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮২৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫ হাজার ২৫৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৭১০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৩১১ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৫৬ হাজার ৭০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৩৫০ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯তম, শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে কোভিড-১৯। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

2021-03-13 20:37:34

2021-01-16 15:18:33

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *