করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২২ লাখ পার হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। অনেকগুলো দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে চলছে শীতকাল। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
ইউরোপ থেকে আমেরিকায় অনেকে দেশ হাসপাতালে এমন চাপ আগে কখনো দেখেনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোতে আইসিইউ বেড ও অক্সিজেন সিলিন্ডার সংকট দেখা দিয়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে লাখের মতো মানুষ মারা যাচ্ছে। শুধু উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই মারা গেছে ১০ লাখেরই বেশি।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটারস ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা বিশ্বে ২২ লাখ ৯১০ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৭ কোটি ৩৮ হাজার ছাড়িয়েছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত দুই কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত ছাড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ২১ হাজারের বেশি। শনাক্তের সংখ্যা ৯০ লাখের ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা এক লাখ ৫৪ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা এক কোটি ৭ লাখ ছাড়িয়েছে।
মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫৫ হাজার। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে শনাক্ত ১৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।
যুক্তরাজ্যেও এক লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখের বেশি।
দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।
2021-03-13 20:37:34
2021-01-28 17:55:21