বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল

আগামী মাসে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল ফুটবল দলের কোচ তিতে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্ব দারুণভাবে শুরু করেছে সেলেসাওরা। প্রথম ম্যাচে বলিভিয়া এবং পরের ম্যাচে তারা হারিয়েছে পেরুকে। দল জয়ের ধারায় থাকলেও পরের দুই ম্যাচের জন্য দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ তিতে। ফিরেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং তার ক্লাব সতীর্থ মিলিতাও। তবে রদ্রিগোসহ বাদ পড়েছেন ৫ ফুটবলার।

ইনজুরির কারণে গেলো ম্যাচ দুটির প্রাথমিক স্কোয়াডে থাকলেও খেলা হয়নি অ্যালিসন ও জেসুসের। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচে হ্যাটট্রিক করা নেইমারসহ আক্রমণভাগে আছেন রবার্তো ফিরমিনো, রিচার্লিসন ও এভারটন। মিডফিল্ডে আছেন কৌতিনিয়ো, ক্যাসেমিরো, আর্থার, ফাবিনহো, ডগলাস কস্তা ও রিবেইরো।

আগামী ১৩ নভেম্বর সাও পাওলোতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এর চারদিন পর মন্টে ভিডিওতে নেইমারদের প্রতিপক্ষ উরুগুয়ে।

2021-05-04 21:28:46

0000-00-00 00:00:00

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *