বিশ্বকাপজয়ী অসি অধিনায়ক কলকাতা নাইট রাইডার্সে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর থেকে হঠাৎই সরে দাঁড়ালেন ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস। তার জায়গা পূরণ করতে গিয়ে এবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 
এক বিবৃতিতে হেলসের স্থলাভিষিক্ত হিসেবে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের সঙ্গে চুক্তি করার বিষয়টি জানায় কেকেআর। তাকে কিনতে খরচ হয়েছে দেড় কোটি রুপি। 
ফিঞ্চ এর আগে আইপিএলে ৮৭টি ম্যাচ খেলেছেন, করেছেন দুই হাজারের ওপর রান। তবে এবারের আসরের নিলামে অবিক্রিতই ছিলেন ডানহাতি এই ওপেনার। 
গত বছর তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। দেশের হয়ে ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচে দুটি সেঞ্চুরি এবং ১৫টি হাফসেঞ্চুরিসহ ২ হাজার ৬৮৬ রান করেছেন ফিঞ্চ। 
আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের এবারের আসর। প্রথম ম্যাচেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন কেকেআর।

2022-04-09 16:35:27

2022-04-09 06:35:27

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *