বিরাজনীতি করণের ঘৃণ্য উদ্দেশ্যে সরকার বেপরোয়া হয়ে উঠেছে

বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বিরাজনীতি করণের ঘৃণ্য উদ্দেশ্যে সরকার বেপরোয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে করোনার দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা যখন গরীব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে তখন তাদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ।

প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপি সহ দেশের বিরোধী দল গুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতি করণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে , গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারগুলো ভরে ফেলছে কারাগারে বন্দি ধারণের আর ঠাঁই নেই।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই গতকাল জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ আটক করে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারান্তরীণ করেছে।

তিনি আরো বলেন, ফখরুল বলেন,‘আমি মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *