বিপিএল অস্ট্রেলিয়ানদের জন্য কঠিন- শন টেইট

ঘরের মাটিতে সাধারণত স্পিন সহায়ক উইকেটেই স্বাচ্ছন্দ্যবোধ করে বাংলাদেশ। আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), সবক্ষেত্রেই ধীরগতির উইকেট দেখা যায়। এ কারণে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের জন্য এমন উইকেটে মানিয়ে নেয়া কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পেসার শন টেইট।

টেইট বলেন, অনেক বেশি মিল আছে। কিছু অমিল ও আছে। কন্ডিশন আর উইকেটে অমিল আছে। এখানে অস্ট্রেলিয়ানদের জন্য কঠিন। কেননা বল খুব ধীরে এখানে ব্যাটে আসে। ব্যাটসম্যানদের জন্য মাঝেমধ্যে ফ্ল্যাট উইকেট থাকে। আবার বাউন্ডারিও বড়।

২০১২-১৩ মৌসুমের বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছেন টেইট। ২০০৮ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের শিরোপাজয়ী দলের সদস্য তিনি। খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েও।

ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা নিয়ে আরও বলেন, আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সময় উপভোগ করেছি। আমি চিটাগং কিংসের হয়ে খেলেছি। সেবারই প্রথম বাংলাদেশে খেলেছি। এটা দারুণ সময় ছিল।

২০০৭ সালের বিশ্বকাপে খেলি, এরপর আইপিএলে খেলি (২০০৮ সাল)। সবার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা দারুণ ব্যাপার ছিল। বিপিএলেও তাই। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার অনেকেই ছিল সেখানে। অনেক দেশের কোচও ছিল। এটাই বলতে পারেন আমার ক্যারিয়ারের হাইলাইট।

2021-05-04 20:17:37 0000-00-00 00:00:00
Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *