বিপিএলে ম্যান অব ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করলেন সাকিব

ক্রিকেটের সাথে বাংলাদেশীদের আবেগ জড়িত। আর এই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম অবশ্যই সাকিব আল হাসান। বলতে হয় আসলে সাকিবই আমাদের ক্রিকেটের ব্রান্ড এম্বাসেডর। কারণ দেড় বছর ধরে ওয়ার্ল্ড অলরাউন্ডার রাঙ্কিং এ ১ নম্বর পজিশন দখল করে রাখা চাট্টিখানি কথা নয়। 
বিপিএলে ব্যাটে-বলে দারুণ ছন্দে সাকিব আল হাসান। দলনেতার নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কারও পাচ্ছে ফরচুন বরিশাল। ফের কুমিল্লাকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে সাকিবের বরিশাল। 
সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেটপর্বের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে কুমিল্লাকে একাই ধসিয়ে দেন সাকিব। শুরুতে ব্যাট হাতে করেন ৩৭ বলে ৫০ রানের ইনিংস। পরে বোলিংয়ে নেমে ২০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অধিনায়কের এমন পারফরম্যান্সে ৩২ রানের সহজ জয় পায় বরিশাল। আর ম্যাচ শেষে তাই প্রত্যাশিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ জিতে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। 
এ নিয়ে ম্যান অব ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন সাকিব। এর আগে খুলনা টাইটানসের বিপক্ষে প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টানা দ্বিতীয় বারের মতো সাকিবের হাতে ওঠে এই পুরস্কার। শেষমেশ সোমবার কুমিল্লার বিপক্ষে তৃতীয়বারের মতো জিতলেন এ পুরস্কার। 
বিপিএলের চলতি আসরে দু’বার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদুল ইসলাম। বাকি দুজনকে ছাড়িয়ে তৃতীয়বার এই পুরস্কার নিজের করে নিলেন সাকিব। 
সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেটপর্বে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়।

2022-04-09 16:36:18

2022-04-09 06:36:18

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *