বিধির বিধান

হায় হায় হায় করে যেন দু:খ করো না;
যা আছে তার মাঝে কেন সুখ খুঁজ না?
ধনীদের সম্পদ দেখে হিংসা করো না;
নিজের কর্মফল নিজে কেনো দেখো না?
পৃথিবীতে সবাই তো সমান পাবে না;
কারো কম, কারো বেশী হবে – কেন বুঝ না?
সাগড় পাহাড় নদী পৃথিবীর রক্ষণা;
উঁচু নিচু না থাকিলে ধরণী তো রবে না।
ধনী গরীব করেন ঐ পাক রব্বানা
গরীব না থাকিলে ধনীর মান বুঝবে না।
রাত না থাকিলে দিনের অভাব বুঝবে না
অভাব না থাকিলে দিনের জুরুরত বুঝবে না,
ছোট শিশু না জন্মিলে বড় হতো না
বড় না থাকিলে শিশুরা আদর পেতো না,
তাই বড় হয়ে ছোটদের যেন অবহেলা করো না
ছোটদের দূরে রাখলে বড়দের সন্মান করবে না,
ছোটদের স্নেহ করা, বড়দের সন্মান করা কেন শিখো না?
এই শিক্ষা না থাকিলে পৃথিবীতে শান্তি রবে না।
নবীর শিক্ষা করো না ভিক্ষা,কর্ম করে খাবে;
কর্মের ফলে দুনিয়াতে সুখ শান্তি পাবে।
ছোট কর্ম বলে কেউ অবহেলা করো না
কর্মকে ছোট জানলে বড় হইতে পারবে না।
সৎকর্ম ছেড়ে যদি দুঃখ কর ভবে
ইহকাল-পরকাল হয়তো সকলই খোয়াবে।
কবি কে এম চঞ্চল
ঢাকা।

2022-04-16 07:04:59

2022-04-16 07:04:59

Published
Categorized as 52

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *