বিজয় দিবস

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে পরিচালিত মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি সত্য কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ প্রতিষ্ঠিত করতে পারি নাই আজও। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করবার বদলে আমরা নেতা খুঁজি, ভুলে যাই আমাদের মহান নেতা যার হাতে আমরা দেশ তুলে দিয়েছিলাম অন্ধ বিশ্বাসে, তিনিও আমাদেরকে কাঙ্ক্ষিত দেশ দিবার বদলে দেশটাকে পরিণত করেছিলেন এক ব্যক্তির শাসনের দেশে।

মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরিণত হয়েছিল গন প্রজাতান্ত্রিক বাংলাদেশ নামের আড়ালে রাজতান্ত্রিক দেশে, সেই প্রক্রিয়া চলমান। ভোটের গণতন্ত্রও লুট হয়ে গেছে। বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের কোন পথই খোলা নাই। জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণের কথা বলতে পারে না, বলে দলের কথা, আবার সেই দলও পরিচালিত হয় একক ব্যক্তির ইচ্ছায়।

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোন পথই আর আমাদের সামনে খোলা নাই।
আমাদের পূর্বসূরিদের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করে এদেশটিকে এক-ব্যক্তিকেন্দ্রিক, জবাবদিহি হীন, বর্বর ও উপনিবেশিক রাষ্ট্রকাঠামো থেকে মুক্ত করতে চাই। চাই স্বাধীন দেশের উপযুক্ত রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করতে। আমরা আমাদের বিজয় দেখতে চাই; চাই প্রকৃত বিজয়।

আদীল
ঢাকা

2021-03-15 22:30:43

2021-03-15 11:30:43

Published
Categorized as 54

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *