বিক্ষোভ দমাতে শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। 
জরুরি অবস্থা পাশাপাশি বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে, যা চলমান পরিস্থিতিকে আরও সহিংস করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, জনশৃঙ্খলা নিশ্চিত করতে শুক্রবার (৬ মে) মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 
এর আগে চরম অর্থনৈতিক সংকট ও দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবিতে ধর্মঘট শুরু করে দেশটির জনগণ। শুক্রবার (০৬ মে) থেকে বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানও। এর প্রেক্ষিতেই জরুরি অবস্থা জারির ঘোষণা।

2022-05-06 17:39:17

2022-05-06 17:39:17

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *