বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুকে ক্ষমতার অপব্যবহার করে ফাঁসানো হয়েছে

রুহুল কুদ্দুস দুলুর বৈধ হিসাব অন্যায় ভাবে এবং ক্ষমতা অপব্যবহার করে জব্দ করার জন্য তীব্র নিন্দা, ঘৃনা ও প্রচন্ড ক্ষোপের সঙ্গে প্রতিবাদ ।

এটা সরকারের ক্ষমতার অপব্যবহার। জনাব রুহুল কুদ্দুস দুলু প্রায় ১৫ বছর আগে ক্ষমতায় ছিল। ক্ষমতা চলে যাওয়ার পরে দুলু সাহেবের উপর দিয়ে জেল জুলুম ও অনেক নির্যাতন বয়ে গেছে।

যা এই সরকারের আমলেও অব্যহত আছে। আমরা যতটুকু জানি তিনি রিতিমত আয়কর রিটার্ন জমা দেন। তাই তার সকল প্রদর্শিত আয় বৈধ। কিন্তু সরকার তাদের নেতাদের দুর্নীতির খবর অন্য খাতে প্রবাহিত করার জন্য এই হীন ও ষড়যন্ত্রের চাল দুলুর বিরুদ্ধে চালিয়েছেন যা নিন্দনীয় এবং দু:খ্যজনক।

দুলুকে আর্থিক ও সামাজিক ভাবে পঙ্গু করে তার রাজনৈতিক ভবিষ্যত ধ্বংশ করার হীন প্রচেষ্টায় সরকার দুলুর বৈধ ব্যাংক হিসাব জব্দ করেছে যার জন্য জনগণ তীব্র নিন্দা, ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করছে এবং দুলুর সকল হিসাব জব্দ মুক্ত করে দেয়ার জন্য জোড় দাবী জানাচ্ছে।

সেই সঙ্গে বিএনপির সকল নেতাকর্মীদের দুলুর পাশে দাড়িয়ে সারা দেশ ব্যাপি তীব্র নিন্দা, ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। এখনই প্রতিবাদ না করলে সরকার অন্যদের উপরেও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিবে। জাগো বিএনপি জাগো।

মেজর অবঃ আখতারুজ্জামান

প্রাক্তন সংসদ সদস্য

2021-01-30 06:29:31 0000-00-00 00:00:00
Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *