বিএনপির রাজনীতির হাল ধরতে পারেন খালেদা জিয়ার নাতনী ব্যারিস্টার জাইমা রহমান

বেগম জিয়াকে উপদেষ্টা রেখে নাতনী ব্যারিস্টার জাইমা রহমান কে দলের নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রীর প্রতিদ্বন্দ্বী জাইমাকে গড়ে তুলতে এখন থেকে কাজ করার পরামর্শ তাদের। এদিকে, দলের নেতারা মনে করেন তরুণ নেতৃত্ব আসলে সুদিন ফিরবে বিএনপিতে।
এমপির নেতৃত্বে তারেক রহমানের সহধর্মিণী ডা জোবায়দাকে নিয়ে গুঞ্জন উঠেছে। তবে এবারের আলোচনা একেবারে নতুন মুখ বেগম খালেদা জিয়ার নাতনী সদ্য ওকালতি পাশ করায় জাইমা রহমান। বেগম জিয়ার পরামর্শে দলের নেতৃত্বে আসুক জাইমা রহমান এমনটই মত বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, বেগম জিয়ার শরীর এখনো ভালো আছে। তিনি এখন তার নাতনি জাইমা কে প্র’মোট করেন তার উপদেষ্টা হিসেবে তাহলে জাইমা ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে বিএনপিকে।
তারেক রহমান অবসরপ্রাপ্ত। এখন তরুণ কারো আসার দরকার। শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হতে পারেন তারেকের মেয়ে। তাহলেই দলে নতুন গতি আসবে। আর এতে পরিবর্তনের সম্ভাবনা আছে। জোবাইদা-জাইমা যেই হোক, তরুণ নেতৃত্ব গ্রহণ করতে কর্মীরা প্রস্তুত বলেই এমন মত বিএনপি-নেতাদের।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন,জোবাইদা খুব জনপ্রিয়। আর জাইমা ব্যারিস্টারি পাস কনেছেন। এটা বিএনপির জন্য ভালো যদি তারা দলের নেতৃত্বে আসেন, তাহলে দলের জন্য সুবাতাস বইবে। নেতাকর্মীরা উদ্বৃত্ত হবেন। করোনা পরিস্থিতি কাটিয়ে শিগগিরই রাজনীতির মাঠে কার্যকরী ভূমিকা রাখতে দিন থেকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *