বিএনপির আলোচনা সভা সমাবেশে রূপান্তরিত

বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা হঠাৎ করে জনসমাবেশে রূপান্তরিত হয়েছে। ২০০১ সালের ১ল অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এ আলোচনা সভা করছে বিএনপি। 
শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন সাংগঠনিক এলাকা থেকে আলোচনা সভাস্থলে আসা শুরু করে। 
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের হলরুম বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় হলরুমে জায়গা না হওয়ায় সহস্রাধিক নেতাকর্মী হলরুমের বাইরে অবস্থান নেয়। 
উপস্থিত নেতাকর্মীরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে নানা স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে পুরো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট প্রকম্পিত করে তোলে। 
আলোচনা সভাস্থলে ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন। 
উল্লেখ্য, সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটিতে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য ১ অক্টোবর প্রেসক্লাবের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিল বিএনপির স্থায়ী কমিটি। পরে তা পরিবর্তন করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শনিবার (২ অক্টোবর) করার সিদ্ধান্ত নেয় দলটি।

2022-04-09 16:40:21

2022-04-09 06:40:21

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *