চীনের সরকারি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বিতর্কিত ছবি পোস্ট করায় বেইজিংকে ক্ষমা চাইতে বলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিতর্কিত ছবি পোস্টের জন্য অস্ট্রেলিয়ার কাছে দুঃখ প্রকাশ করবে না বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সোমবার বলেন, ওই পোস্টের জন্য ক্ষমা দাবি করার বদলে অস্ট্রেলিয়ার উচিৎ লজ্জিত হওয়া।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন।
সেখানে দেখা যায়, অস্ট্রেলিয়ান একজন সৈন্য রক্তমাখা একটা ছুরি এক শিশুর গলার কাছে ধরে আছে। পাশে দাঁড়ানো শিশুটির একটি ভেড়াকে ধরে আছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ছবি বানোয়াট।
অস্ট্রেলীয় সেনাদের বিরুদ্ধে দুজন ১৪ বছরের আফগান কিশোরকে ছুরিকাঘাতে হত্যার যে অভিযোগ খবরে এসেছিল, মনে করা হচ্ছে সেই অভিযোগের কথা আরও তুলে ধরার লক্ষ্যে চীন এই ছবি পোস্ট করেছে।
বর্তমানে চীন এবং অস্ট্রেলিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এছাড়া চীনকে পাল্লা দিতে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র মিলে হাইপারসনিক মিসাইল তৈরি করছে।
2021-03-09 18:33:38
2021-03-09 07:33:38