চরম উত্তেজনার মধ্য দিয়ে চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জো বাইডেন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নির্বাচনের বিজয়ীর নাম শুনতে অপেক্ষার প্রহর গুনছে পুরো যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রাশসন হয়তো বিষয়টা বুঝতে পেরেই বাইডেনের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে। তার বাড়ির আকাশে কোনো বিমান উড়তে পারবে না বলে ঘোষণা দিয়েছে প্রশাসন। ন্যাশনাল ডিফেন্স এয়ার স্পেস চিহ্নিত করে জো বাইডেনের বাড়ির এলাকায় নো ফ্লাই জোন ঘোষণা করেছে।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে এই অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর করেছে। গত বুধবার থেকে চালু করা এই নো ফ্লাই জোন নির্দেশনা এক সপ্তাহের জন্য কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। জো বাইডেনের বাড়ির কাছে চেইজ সেন্টার এলাকাকে নো ফ্লাই জোন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
সবাই এখন অপেক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের বিজয় ভাষণ শোনার। ঠিক কতক্ষণ আর এই অপেক্ষার প্রহর গুনতে হবে? এখন আর দিন নয়, বলা হচ্ছে কয়েক ঘণ্টার মধ্যেই সব কিছু জানা যাবে।
2021-05-04 19:26:55
0000-00-00 00:00:00