করোনার ধাক্কা কাটিয়ে ক্রিকেটে ফিরেছে দেশের মাটিতে। তবে এখনো অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেট ফেরার৷ সেই অপেক্ষাটা এ বছর আর শেষ হবেনা। আগামী বছরের ফেব্রুয়ারী উইন্ডিজদের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ করোনার পর খেলতে পারেন টাইগাররা।
একই সময় জাতীয় দলের পাশাপাশি এ দলের ক্রিকেটাররাও প্রথম ম্যাচ খেলবেন। কেননা আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ‘এ’ দল।
বিসিবি’র হাইপারফরম্যান্স ইউনিটের হেড কোচ টবি র্যাডফোর্ড এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমবারের মতো বিসিবি’র অফিসিয়াল প্রেস কনফারেন্সে যোগ দিয়ে তিনি জানান, টাইগারদের জন্য টেস্ট ক্রিকেটার তৈরিই হবে মূল লক্ষ্য। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের দলে পাওয়াকে বাড়তি চাপ নয়, বরং সুযোগ হিসেবেই দেখছেন টবি।
র্যাডফোর্ড বলেন, ‘ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ‘এ’ দলের এখানে আসার কথা রয়েছে। আমরাও সেখানে যাবো। আন্তর্জাতিক লেভেলে ভালো করতে ছেলেদের ফাস্ট উইকেটে খেলার অভ্যস্ততা বাড়াতে হবে। এজন্য ইংল্যান্ডেও সিরিজ আয়োজনের কথাও পরিকল্পনায় আছে। তবে করোনার সময় কোনোকিছুই নিশ্চিত করে বলা যায় না।’
ঢাকার মাটিতে পা ফেলেছেন সপ্তাহ দুয়েক আগে। এসেই প্রেসিডেন্ট কাপে শান্ত’র দলের দেখভাল করেছেন। আসর শেষ করে আর সময় অপচয় করেননি টবি। একদিন বিশ্রামের পরই শিষ্যদের নিয়ে নেমে গেছেন মাঠে। গত দু’দিনের মতো আজও ধরে ধরে কাজ করছিলেন এইচপি ইউনিটের ক্রিকেটারদের নিয়ে।
যুবাদেরকে জাতীয় দলের জন্য পরিণত করে তুলতে হবে। টেকনিক আর স্কিলগুলো নিখুঁত করে গড়তে হবে। এজন্য কেবল অনুশীলনই যথেষ্ট নয়। খেলতে হবে সমূদ্রের ওপারের দলগুলোর বিপক্ষে। সবকিছুই পরিকল্পনায় আছে টবির।
2021-05-04 22:36:29
0000-00-00 00:00:00