বাংলাদেশ ফুটবলের প্রাথমিক দল ঘোষণা

দুই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নেপাল। তবে চূড়ান্ত হয়নি আসার দিনক্ষণ। ন্যুনতম স্বাস্থ্যবিধি দেযার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ম্যাচকে সামনে রেখে ৩৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষনা করেছে বাফুফে।

অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে বাংলাদেশ সফর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ ও ১৭ নভেম্বর হবে দুই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।

এবার ম্যাচ আয়োজনে মনোযোগী ফুটবল ফেডারেশন। চার্টার্ড প্লেনে আসবে নেপাল। দিনক্ষণ চূড়ান্ত না হলেও আসার সম্ভাব্য সূচি ৫ অথবা ৬ নভেম্বর। তার আগে চূড়ান্ত করতে হবে স্বাস্থ্যবিধি। সেক্ষেত্রে কঠোরতা নয়, স্বাস্থ্যবিধির শিথিলতার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর।

যদিও ম্যাচ আয়োজনে মানতে হবে ফিফা ও এএফসির নীতিমালা। তা জেনেই আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত হবে সব কিছু। সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টেডিয়াম জীবানুমুক্ত করা।

নেপাল ম্যাচের জন্য প্রাথমিক দল দিয়েছেন বাংলাদেশ হেডকোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাই ক্যাম্পে থাকা সব খেলোয়াড়ই আছেন এই তালিকায়। সহকারী কোচ মাসুদ কায়সারের অধীনে শুক্রবার শুরু হচ্ছে ক্যাম্প। তার আগে বুধবার নিজ নিজ অবস্থান থেকে কোভিড টেস্ট করবেন ফুটবলাররা।

২৮ ডিসেম্বর দেশে ফিরবেন হেড কোচ জেমি ডে ও সহকারী স্টুয়ার্ট হোয়াটকিস। যুক্তরাজ্যে তার কোভিড পরীক্ষা হবে ২৬ অক্টোবর। অধিনায়ক জামাল ভূইয়াকে দ্রুত দেশে ফেরাতে কাজ করছে ফেডারেশন।

2021-05-04 22:36:19

0000-00-00 00:00:00

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *