বন্ধু রাষ্ট্রের আসন্ন দুর্গাপূজাকে আরো প্রাণোচ্ছল ও উজ্জীবিত করতে বাংলাদেশে থেকে পাঠানো হলো ১২ মেট্রিক টন ইলিশ। গতকাল সোমবার ১৪ সেপ্টেম্বর, বোনাপোল স্থলবন্দর দিয়ে এই মাছ রফতানি করা হয়।
মাছগুলো রপ্তানি করে খুলনার জাহানাবাদ ফিস ফিড লিমিটেড। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নিলা এন্টারপ্রাইজ।
বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, সোমবার ১২ মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করা হয়েছে। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রফতানি করা হয়।
মাছ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।
জানা গেছে, সরকার দূর্গা পুজো উপলক্ষ্যে এক হাজার ৪৭৫ টন ইলিশ মাছ রফতানির আনুমোদন দিয়েছে। ৯টি প্রতিষ্ঠান পর্যায়ে এই মাছ রফতানি করবে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00