বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, অষ্ট্রেলিয়ার যুবদলের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয় সিডনির দাওয়াত রেষ্টুরেন্ট, ২ মমোরিয়াল এভিনিউ
ঈংগ্যালবার্ণে।
Ab News

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে স্থানীয়ভাবেই আয়োজনটি করা হয়। অনুষ্ঠানটি সেলিম লকিয়হতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা ও সাবেক যুব-দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ। এছাড়াও অষ্ট্রেলীয়া বিএনপির প্রাক্তন সভাপতি ড: আব্দুল ওয়াহাব, বর্তমান সভাপতি আলহাজ্ লুৎফুল কবীর, অষ্ট্রেলীয়া বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাছান, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক শফিক, মোবারক হোসেনসহ উপস্থিতি ছিলেন বিএনপি এবং যুব-দলের অন্যান্য নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন স্বৈরচারী কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা বলেন, সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে ইতিমধ্যে ব্যর্থতার প্রমান দিয়েছে। দেশের স্বাস্থ্যব্যবস্থার বেহাল অবস্থা, প্রায় প্রতি দিন ঘটছে ধর্ষনের মত ঘটনা কিন্তু বিচার হচ্ছে না, দেশ এখন অনিরাপদ। বক্তারা সেই সঙ্গে জেলে বন্দি নেতৃবৃন্দসহ সকলের অনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি সেলিম লকিয়তকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *