বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৪২ বছরে পা দিলো দেশের অন্যতম রাজনৈতিক দল, বিএনপি। প্রায় একযুগ ধরে সংকটের মুখে আছে দলটি। বিএনপি মহাসচিবের দাবি, রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করতেই এ পরিস্থিতির সৃষ্টি। আবারও রাজপথে নামার ঘোষণা দিলেন তিনি।

রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ৭৫’এ দৃশ্যপটে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। একই বছর ৭ নভেম্বর বিএনপির ভাষায় সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার সূচনা ঘটে তার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর।

১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০ পরবর্তী সময়ে দলটি তিনবার ক্ষমতায় আসে। তবে প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয়বারের মতো কঠিন সময় পার করছে দলটি। একযুগ ক্ষমতায় না থাকা, শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হলেও দীর্ঘ দিন ধরে দলের চেয়ারপারসনের অসুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের প্রবাসে অবস্থান দলকে সংকটে ফেললেও বিএনপি মহাসচিবের দাবি, রাজনীতির পরিবেশ না থাকাই তাদের বড় সংকট। আর এ জন্য তিনি দায়ী করেন সরকারের ভূমিকাকেই।  

করোনার পর আবারো ইতিবাচক রাজনীতি নিয়ে রাজপথে থাকার পরিকল্পনায় দল এগুচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।

2021-01-30 06:29:31 0000-00-00 00:00:00
Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *