বাংলাদেশের চলমান ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে: ইইউ প্রধান

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আগ্রহ আছে ইউরোপীয় ইউনিয়নের। এ জন্য চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইইউ’র বাংলাদেশ প্রধান চার্লস হোয়াইলি। 
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রতি যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন মেম্বারের সমর্থনের বিষয়ে তিনি বলেন, ওই মেম্বারের ব্যক্তিগত মত হতে পারে।
তিনি আরো বলেন, ‘একজন ব্যক্তির অবশ্যই ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে। আমি মনে করি এটিও তাই। এ বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে, আশা করি তা দ্রুত সমাধান হবে।
রোহিঙ্গা ইস্যুতে এ সময় চার্লস হোয়াইটলি বলেন, ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা ইস্যুতেও কাজ করছে। আমি নিজেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছি। আশা করি, একটি সমাধান আসবে। তবে বাংলাদেশ যেভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, তা অনন্য।
নির্বাচন ইস্যু নিয়ে তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছি। কীভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন গঠন ইত্যাদি।
সংবাদ সম্মেলনে এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন বিষয়েও কথা বলেন।

2022-04-09 16:36:18

2022-04-09 06:36:18

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *