বাংলাদেশের কাছে হেরেই গভীরতা বেড়েছে: জাস্টিন ল্যাঙ্গার

বিষয়টা স্বীকার করে নিলেন খোদ জাস্টিন ল্যাঙ্গার, মাত্র দুই মাস আগে বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলে হেরে যাওয়া দুটি দলই এখন বিশ্বকাপের ফাইনালে। আগামী রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে তারা। 
বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসি-ঠাট্টা চলছিল, তখনই দৃশ্যপটে হাজির হলেন অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার। এক সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করে জানালেন, বাংলাদেশের কাছে হেরে যাওয়ার ফলেই দলের মধ্যে গভীরতা বেড়েছে এবং যে কারণে আজ এতদুর পৌঁছে যেতে পেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 
আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সিরিজে প্রথমবারেরমত টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পরাজিত হয় তারা। শুধু তাই নয়, সিরিজেও পরাজিত হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 
শুধু বাংলাদেশের কাছেই নয়, বিশ্বকাপের আগে টানা ৫টি টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। যার মধ্যে ছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়। বাংলাদেশের বিপক্ষে ছিল সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ। 
জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, বিশ্বকাপের আগে তাদের যে বাজে পরিস্থিতি গেছে, তা থেকেই তারা উত্তরণের রাস্তা খুঁজে পেয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটাও (বিশ্বকাপের আগে টানা ৫ সিরিজে পরাজয়) একটা বড় কারণ যে, আমরা যেমনটা পছন্দ করি, সে ধরনের পারফরম্যান্স মাঠে প্রদর্শন করতে পারিনি।’ 
‘স্কোয়াডের ওপর আমাদের অনেক বেশি বিশ্বাস ছিল। একই সঙ্গে বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি নিয়েছি তার ওপরও বিশ্বাস ছিল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর ছিল আমাদের জন্য অনেক বড় শিক্ষা। ওই দুটি সফর থেকেই আমাদের দলের গভীরতা অনেক বেশি বেড়েছে এবং অস্ট্রেলিয়া ক্রিকেটের গভীরতাও বেড়েছে।

2022-04-09 16:38:01

2022-04-09 06:38:01

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *