বাংলাদেশের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট

গত ২৪ ঘণ্টায় ১,৫৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ও ২২ জন মৃত্যুবরণ করেছে

গত ২৪ ঘণ্টায় ১,৫৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই সাথে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছে ২২ জন। এর মধ্যে ১৬ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৭৩০ টি।

দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছে ৩,৪৫,৮০৫ জন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে সর্বমোট মারা গেছেন ৪,৮৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১,৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২,৫২,৩৩৫ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু হয় গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *