বাংলাদেশীদের নিষেধাজ্ঞার সময় বাড়ালো ইতালি প্রবেশে

করোনা সংকটে বাংলাদেশসহ ১৬টি দেশকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে স্বাক্ষরিত নতুন অধ্যাদেশে বিষয়টি নিশ্চিত করেছে।

বেশ কয়েকদিন যাবৎ ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ আবারো বৃদ্ধি পাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের নির্দেশিত অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজ ১০ আগস্ট পর্যন্ত।

বাংলাদেশ থেকে করোনার জাল সনদ বিক্রির পর জুলাইয়ের ৭ তারিখের পর থেকে ছুটিতে আসা বাংলাদেশি প্রবাসীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৫ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮২ জন বাংলাদেশী যাত্রী নিয়ে রোম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক ১২ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এরপর ৮ জুলাই কাতার এয়ারওয়েজের দুটি বিমানে করে রোম ফোমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর ১১২ জন ও মিলান মালফেনজা আন্তর্জাতিক বিমানবন্দর ৪০ জনসহ মোট ১৫২ প্রবাসী বাংলাদেশীকে কোভিড-১৯ এর নিরাপওার জন্য পুশব্যাক করে ইতালি।

বাংলাদেশ-ইতালি ভ্রমণে প্রথমে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। তৃতীয় দফায় বাংলাদেশ ইতালি ভ্রমণে ৩১ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করলেও পরে তা কমিয়ে ১০ আগস্ট চূড়ান্ত করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন অথরিটি। গত কয়েক দিন যাবৎ ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ৭ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ আবারো বর্ধিত করলো।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *