বাংলাদেশর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউর উদ্বেগ

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ একে পাত্তা দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইইউয়ের উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কে কি বললো, তাতে আমাদের কি। তারা অনেক সময় বকবক করবে। কিন্তু আমাদের মঙ্গলের জন্য যা দরকার তা আমরা করব। 
তিনি বলেন, আমাদের যেকোনও বিষয় নিয়ে তাদের আপত্তি। যখন প্রধানমন্ত্রী খাদ্যেস্বয়ংসম্পূর্ণতার জন্য ভর্তুকির সিদ্ধান্ত নিলে বিদেশিরা অনেক আপত্তি করেছে। আমাদের বড় বড় বন্ধু রাষ্ট্রসহ বিশ্ব ব্যাংক ও আইএমএফ বলেছিল, আপনারা পারবেন না। এক বছর আইএমএফ আমাদের এফডিআই তুলতে দেয়নি। কিন্তু দেখুন, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 
তিনি আরও বলেন, পদ্মা সেতুর কথা বলি, বিশ্ব ব্যাংক আমাদের ওপর ক্ষেপে গেল। কত রকম ঢংঢাং বের করল। পয়সা দেওয়ার আগেই বলে, এখানে চুরির মহড়া চলছে। প্রধানমন্ত্রী তা অগ্রাহ্য করে ফল তাদের দেখিয়ে দিয়েছেন। 
এর আগে,মঙ্গলবার ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ কূটনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়,
ইইউ বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। জোটটি বলেছে, এ আইনে ডিজিটাল অপরাধ রোধ করার কথা থাকলেও আইনের কয়েকটি ধারা অন্য উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে বলে তারা জানায়।

2022-04-09 16:39:27

2022-04-09 06:39:27

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *