বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। ঈদের দিন রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাতের পরে ফিরোজার বাসার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধানের এই বার্তার কথা জানান।
মির্জা ফখরুল বলেন, এই কোভিড ও বন্যার সময়কালে ত্রাণ ও পূনর্বাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব কর্মীদেরকে ও নেতাদেরকে দূর্গতদের পাশে দাঁড়াতে বলেছেন নেত্রী।
খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম এতোই অসুস্থ নিজেও বাসার নিচে নামতে পারেন না, হাটতেও পারেন না। তার এখনো খাওয়া দাওয়ায় সমস্যা, খেতেও সমস্যা হচ্ছে বিভিন্ন রকমভাবে।
মির্জা ফখরুল যোগ করেন, আসলে ম্যাডামের উন্নত চিকিতসা যেটা প্রয়োজন সেটা হচ্ছে না। হাসপাতালেও যাওয়া যাচ্ছে না এখানে যে পরিস্থিতি চলছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থাটা ভালো না।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00