মানুষের মনে কিছু বনসাই কষ্ট থাকা ভালো
মহার্ঘ হয়ে চিত্তের মাঝে লালিত হবে।
মানুষের মনে কিছু পাথরসম কষ্ট থাকা ভালো
নাড়া দিলেই নড়েচড়ে উঠবে
আওয়াজ দিলেই অনুরণন হবে।
মানুষের মনে কিছু মুল্যবান কষ্ট থাকা ভালো
যা একান্তই আপন, একান্তই স্বকীয়
সময়ে অসময়ে সেগুলোকে নিয়ে ভাবা যাবে।
মানুষের মনে কিছু ডাইসের মত কষ্ট থাকা ভালো
লুডুর মত খেলা যাবে, নাড়াচাড়া করা যাবে।
এই নাড়াচাড়া করতে যেয়ে বা ঝাকুনি দিলে যদি ছক্কা উঠে আসে মানে খুব বেশি ঘন কালো মেঘ জমেই আসে, তাহলে জমুক না, হোক না এক পশলা বৃষ্টি,
ঝরে যাক অঝোর ধারায় পুরনো কিছু স্মৃতি,
মুছে যাক কিছু কষ্টসম পুরনো ধুলো বালি।
নির্ঝরনীয় অবিরাম জলধারার মতো ঝরতে ঝরতে একদিন পানি শুকিয়ে যাবে,
স্মৃতিরাও ঝাপসা হয়ে ক্ষয়ে ক্ষয়ে যাবে
পাথরগুলো ছোট হতে হতে নুড়িপাথর হবে,
বুকের গোপন তটে নুড়ি জমে জমে গালিচা হবে,
শেষ সায়াহ্নে এই নুড়িপাথরের উপর হাঁটলে এর শব্দই বাম নিলয়ে নুপুরের নিক্কণ মনে হবে, তখন
বুকে আগলে রাখতে ইচ্ছে করবে বড্ড বেশি ভালোবেসে।
রোকসানা পারভীন
ঢাকা
2021-03-14 16:55:03
2021-03-14 05:55:03