বদলে যাচ্ছে Google অ্যাকাউন্টে লগইন করার নিয়ম

গুগল অ্যাকাউন্টের টু- স্টেপ ভেরিফিকেশন (Two- Step verification) বাধ্যতামূলক হবে ৯ নভেম্বর থেকে ইউজারেরা চাইলে ম্যানুয়ালি এই ফিচারকে অ্যাক্টিভ করতে পারবেন গুগল ১৫০ মিলিয়ন ইউজারকে টু- স্টেপ অথেনটিকেশন (Two –Step authentication) সার্ভিসের আওতায় আনতে চাইছে। 
সার্চ ইঞ্জিন Google – গুগল সমস্ত অ্যাকাউন্ট ইউজারদের জন্য বাধ্যতামূলক করতে চলেছে টু- স্টেপ ভেরিফিকেশন (Two- Step verification) ফিচার। নতুন এই সিকিউরিটি ফিচারকে সকলের জন্য বাধ্যতামূলক করা হবে সামনের সপ্তাহ থেকেই। 
এই ফিচারের মাধ্যমে ইউজার নিজের Google – গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ- ইন করলেই, তার ভেরিফিকেশনের জন্য ইমেইল বা মেসেজ যাবে ইউজারের মোবাইল নাম্বারে। বেশ কিছুদিন ধরে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছিল। 
এইবার নিরাপত্তার ঘেরাটোপকে আরও পোক্ত করতে নিয়ে আসা হচ্ছে এই ফিচার। গুগলের তরফে এই টু-স্টেপ ভেরিফিকেশন (Two- Step verification) ফিচারকে অ্যাক্টিভ করার জন্য সমস্ত ইউজারদের ইমেইল পাঠানো হচ্ছে। জানা যাচ্ছে যে এই সিকিউরিটি ফিচারকে বাধ্যতামূলক করা হবে ৯ নভেম্বর থেকে। 
গুগলের তরফে নতুন এই ভেরিফিকেশন ফিচার সম্পর্কে ইউজারদের যে ইমেইল পাঠানো হচ্ছে, তাতে বলা হচ্ছে যে এইবার থেকে পাসওয়ার্ড এন্টারের কাজটি ডিভাইস থেকেই করতে হবে। সেজন্য Google – গুগল অ্যাকাউন্ট নির্ভর যে–কোনো কাজ করার জন্য নিজের আশেপাশে মোবাইল রাখা জরুরী। সেইসঙ্গে বলা হয়েছে যে টু –স্টেপ অথেনটিকেশন ফিচার(Two –Step authentication) সমস্ত গুগল অ্যাকাউন্ট ইউজারদের জন্য বাধ্যতামূলক।

2022-04-09 16:39:27

2022-04-09 06:39:27

Published
Categorized as 21

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *