মাঠে দর্শক থাকার সুযোগ নেই, গ্যালারি তাই ফাঁকা। বোর্ড ও টুর্নামেন্ট আয়োজকরা চিন্তায় মগ্ন – কীভাবে লোকসান ঠেকানো যায়। বিগ ব্যাশ লিগ নিয়েছে অভিনব এই উদ্যোগ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটারের সংখ্যা বাড়াচ্ছে লিগের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মান ও জনপ্রিয়তার বিচারে বিগ ব্যাশ বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ। লিগে প্রতি দলের একাদশে ২ জন করে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির সুযোগ ছিল। আইপিএল, বিপিএল, সিপিএলের তুলনায় তাই বিদেশিদের জৌলুস ছিল কম। তবে বিগ ব্যাশ লিগের এবারের আসর থেকে প্রতি দল একাদশে ৩ জন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ প্রধান অ্যালস্টেয়ার ডবসন বলেন, একাদশে তৃতীয় বিদেশি ক্রিকেটারের জায়গা সৃষ্টি করা একটি বড় মাইলফলক এবং দশম আসর এটি বাস্তবায়নের জন্য সুবর্ণ সময়। আমাদের দর্শকরা বিশ্বের সেরা ক্রিকেটারদের দেখতে চান, আমরা জানি।
আমরা দলগুলোকে আরও একজন করে বিদেশি তারকা দলে অন্তর্ভুক্ত করার সুযোগ দিয়েছি। বিগ ব্যাশ অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি মানসম্পন্ন লিগ। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকারা এই গ্রীষ্মে উপভোগ্য বিনোদনের সুযোগ করে দিবে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইতিপূর্বে সাকিব আল হাসান বিগ ব্যাশে খেলেছেন। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটার আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন। বিগ ব্যাশের এবারের আসর শুরু হবে আগামী ৩ ডিসেম্বর, অ্যাডিলেড ওভালে।
2021-05-04 21:29:31
0000-00-00 00:00:00