সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে হারালো ২-১ গোলে। তাতেই টেবিলে উন্নতি দেখলো ওলে গুনার সুলশারের শিষ্যরা।
এই জয়ে চলতি ইপিএলের ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানইউ। ১০ জয়ের পাশাপাশি ৩টি করে ড্র এবং পরাজয় আছে তাদের। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে হারানোর পর ওয়েস্টব্রুম এবং নিউক্যাসলের বিপক্ষে ড্র করে গতবারের লিগ চ্যাম্পিয়নরা।
হারলেও ছেড়ে কথা বলেনি ভিলা। বল দখল কিংবা আক্রমণ, পুরো খেলায় কোন অংশেই কম যায়নি তারা। অতনু মার্সিয়ালের গোলে স্বাগতিরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান বারট্রান্ড ট্রাউরে। এরপর স্পট কিক থেকে ব্রুনো ফার্নান্দেস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলটি।
ম্যাচের দশম মিনিটে ভিলাকে বাঁচিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেস। ঠেকিয়ে দেন মার্সিয়ালের জোরালো গতির শট। ১৩ মিনিটে অতিথিদের গোল বঞ্চিত করেন ডেভিড ডি গিয়া। ফিরিয়ে দেন জন ম্যাকগিলের দুর্দান্ত ভলি।
অবশেষে ৪০ মিনিটে প্রথম এগিয়ে যায় ম্যানইউ। অ্যারন ওয়ান বিসাকার ক্রস থেকে মার্সিয়ালে মাথাস্পর্শী বল জালের দেখা পায়। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে ভিলা। বিরতির আগে এবং পরে বেশ কয়েকবার স্বাগতিক শিবিরে হানা দেয় তারা। কিন্তু নিজেদের ভুল এবং প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তার সামনে ব্যর্থ হয় তারা।
বেশ কয়েকটি ভুলের পর ৫৮ মিনিটে সমতায় ফেরে ভিলা। জ্যাক গোয়ালিশের কাছ থেকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ট্রাউরে। তার ঠিক তিন মিনিট পর পেনাল্টি থেকে ম্যানইউ‘র হয়ে জয়সূচক গোলটি করেন ফার্নান্দেস। এর আগে নিজেদের ডি বক্সে পল পগবাকে ফাউল করেন ডগলাস লুইস।
2021-03-04 07:00:50
0000-00-00 00:00:00